অণুগল্প: “স্পর্শক রেখা” লিখেছেন মৌসুমী বিলকিস

earth and moon artwork for a flash fiction by mousumi bilkis
প্রথমে স্পর্শ তারপর পরস্পরের ত্বক ভেদ? আংশিক সমাপতন? অযথা শান্ত হয়ে পরস্পর শুনে চলে নিহিত অনুরণন? কিছুদিন এভাবেই? তারপর? তারপর কি, জানতে হলে পড়ুন অণুগল্প “স্পর্শক রেখা” লিখেছেন মৌসুমী বিলকিস।

Share This Post

অণুগল্প: “স্পর্শক রেখা”

দুই বৃত্তের দূরত্ব কমে, তুমুল কৌতূহলে।

 

প্রথম স্পর্শ। ক্রমে পরস্পরের ত্বক ভেদ, আংশিক সমাপতন। অযথা শান্ত হয়ে পরস্পর শুনে চলে নিহিত অনুরণন। কিছুদিন এভাবেই।

 

আরও কিছুদিন পর,

দূরত্ব বাড়ে, পরস্পরকে মাপতে থাকা কমে না, কমে না কৌতূহল। 

আরও, আরও কিছুদিন যায়। দুলে ওঠে অভিকর্ষ, বিকর্ষিত বলও।

  

পরস্পর ছুঁয়ে ছুঁয়ে সরে যায়, দূরে…  

পরস্পর সংঘর্ষের আয়োজনে।

  

কিন্তু, বাস্তবত, সব আয়োজন

সমূহ সর্বনাশের দিকে কিঞ্চিৎ ঝুঁকে।

✍️ মৌসুমী বিলকিস

Author

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore