সত্যই কি পরকীয়া সম্পর্ক সুখের? প্রশ্ন তুলেছেন লেখক অসীম মুরশেদ। এর উত্তর আমাদের জানা নেই। তবে দিন বদলাচ্ছে। সমাজ বদলাচ্ছে। এখন শোনা যায় পরকীয়াই নাকি সুখী বৈবাহিক জীবনের চাবিকাঠি। একথা আমরা বলছি না। বলছে বিভিন্ন সমীক্ষা এবং খবরের কাগজ। সাম্প্রতিক কালে এই ধরনের খবর, খবরের কাগজে প্রায়ই বের হচ্ছে। এই পরকীয়া সুখ নিয়ে অসাধারণ একটা অণু গল্প লিখেছেন অসীম মুরশেদ।
অণু গল্প:পরকীয়া সুখ
সবে আষাঢ় পেরিয়ে শ্রাবন। বাতাসে ভিজে স্যাঁতস্যাতে শিরশিরানি। বাইরে ঝমঝম বৃষ্টি। শীতাতপ নিয়ন্ত্রিত কুল বেডরুমে সূঁচ পড়া নিঃস্তব্ধতা। কিং সাইজ বেডের দুই প্রান্তে অর্ণ, শ্রীমন্তী দুজনেই ব্যস্ত। আর ওদের মাঝে হাত–পা ছড়িয়ে ঘুমিয়ে আছে পাঁচ বছরের ছেলে অর্ক। ঘড়িতে বারোটা পেরিয়ে গেছে অনেকক্ষণ। দুজনেই চ্যাটিং–ব্যস্ত।। অর্ণ তার নিউ কলিগ জিনিয়ার সাথে। আর শ্রীমন্তীর ক্রাশ ওর নতুন এন.আর.আই বস ঋতুরাজ। রাতের সাথে সাথে ঘন হচ্ছে চ্যাটিংয়ের কনটেন্ট।
অর্ণ লিখছে, “নেক্সট উইকএন্ডে কোথাও যাবে? নাইট আউট?”
জিনিয়ার উত্তর, “নটি। বাট উইথ প্রটেকশন কিন্তু।”
অর্ণ আড়চোখে শ্রীমন্তীর দিকে তাকায়।
শ্রীমন্তীও।
চ্যাটের ফাঁকে দুজনার চোখাচোখি খেলা। মুচকি হাসির বিনিময়।
শ্রীমন্তীর আঙুলেও ঝড় উঠেছে। ঋতুরাজের সাথে চ্যাটিং জমে ক্ষীর।
“হোয়েন উইল ইউ ফ্লাই ব্যাক টু ইন্ডিয়া বেবি”
“নেক্সট উইকেন্ড ডিয়ার। কাম টু মাই প্লেস। উইল হ্যাভ ফান টুগেদার।”
“উমমমম। বাট নো নাইট স্টে।”
“সিওর। ইভিনিং রোমান্স দেন 😘😘”
“ওকে ❤️😘😘”
“হাসব্যান্ড??”
“স্লিপিং”
অর্ণ দিব্যি জেগে। সেও চোরাস্রোতে ভাসছে। ঋতুরাজের টেক্সট্ ঢোকে আবার।
“চলো ঘুম পাচ্ছে। তোমার একটা ছবি পাঠাও। এমন ছবি যেটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে পারব।”
সঘন লজ্জ্বায় শ্রীমন্তী লেখে, “ওয়েট।”
শ্রীমন্তী বাথরুমে যাবে বলে ওঠে। অর্ককে বলে, “অ্যাই, ঘুমোবে না?”
অর্ক না তাকিয়েই উত্তর দেয়, “লাস্ট মেলটা করে নি সোনা। ভীষণ আরজেন্ট।”
শ্রীমন্তী মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের তাপমাত্রা বাড়ছে।
ঋতুরাজের আবদার মিটিয়ে ফিরে আসে শ্রীমন্তী। অর্ণ চাদর জড়িয়ে শুয়ে পড়েছে। শ্রীমন্তীও দেরি করে না। পৃথিবী শান্ত হয়।
✍️অসীম মুরশেদ
Author
-
অসীম মুরশেদ, কলকাতা নিবাসী, জন্ম ১৪ ফেব্রুয়ারী। টলিউডে চিত্র সম্পাদক হিসেবে কাজ করলেও সেই ছেলেবেলা থেকে কবিতা গল্প লেখার অমোঘ আকর্ষণ। ইতিমধ্যেই বাংলাদেশের পেন্সিল প্রকাশনী থেকে একটি কাব্য সংকলন প্রকাশ পেয়েছে " নৈঃশব্দের অনুরণন "। আমার লেখা কাহিনি ও চিত্রনাট্যে তৈরী হয়েছে বাংলা সিনেমা "এ তুমি কেমন তুমি"
View all posts