কবিতা: বাংলাদেশ থেকে লিখেছেন দিলীপ গমেজ, ‘বিস্ময়ে আঁকি প্রেম আর কবিতায় বিস্ময়।’

Hear in the Sky artwork
প্রেম সর্বজনীন। কিন্তু যেটা সর্বজনীন নয় সেটা হল, প্রেমের অনুভুতি। তাই কবি লিখেছেন, একটা অসম্ভবের খেয়ায় ভাসছে আমাদের প্রেম।

Share This Post

বাংলা কবিতা - বিস্ময়ে আঁকি প্রেম আর কবিতায় বিস্ময়।

একটা অসম্ভবের খেয়ায় ভাসছে আমাদের প্রেম,

ক্ষাণিক হা-হুতাশ,

কিছুটা বাদামি আবেগ,

কিন্তু চারিদিকে জোৎস্নায় লুটোপুটি।

মনের জানালার ওপারেই হাসছে সৌন্দর্যের ঐশ্বর্য,

চোখে জলধির স্বপ্ন,

একেবারেই হাজার ফুলে ফুলে ছড়ানো সে পথ । 

 

মাঝে মাঝেই আমি সাদাকালো ক্যানভাসে জীবনের রঙ আঁকি,

লাফিয়ে উঠে সেই প্রেমে আবার ডুবসাঁতার।

হৃদয়ে ঊর্মি দোল খায় আকাশ কাঁপিয়ে,

অনেকটা ঠিক রংধনুর মতোই।     

তবে এখানে ছোপ ছোপ ব্যথার কোন অস্তিত্ব নেই,

নেই ধুলোর আস্তরণ পড়া হাহাকার।

চিরহরিৎ বনের মতোই এখানে রঙ বদলায়,

প্রতিটা অক্ষর ভালোবাসার মতোই; একটা গল্পে।

 

যদিও কাঁচভাঙার মতোই কিছু নিয়ম বদলায় অনিয়ম,

তবু নিয়মেই চমকায় বিদ্যুৎ,

আসে ডাকপিয়ন,

আসে চিঠি,

এখনো কবিতার বুকে ফোটে প্রণয়ের কথা।

একটা ছুঁইছুঁই সম্পর্ক,

আর নূপুরের শব্দে আবেশ ছড়ায় মগজ।

 

আমরা এখন খড়কুটো জোগাড় করি কবিতার শরীরে,

কথা হয় ইশারায়,

শব্দজলে ভাসে হাজারো অব্যক্ত পংক্তিমালায়,

আঙিনার হৃদপিণ্ডে ভাসে নীলপদ্ম,

জীবনের গল্পে এক দ্বিধাহীন যাত্রা,

সময়ের শান্ত দীঘির জলে করি স্নান,

 

তবু বিস্ময়ে আঁকি প্রেম আর কবিতায় বিস্ময়।

Author

  • দিলীপ গমেজ

    পরিচিতিঃ ১৯৭৫ সালে ৩১শে জানুয়ারি গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের ধনুন গ্রামে তিনি জন্মগ্রহন করেন। পিতাঃ মৃত- সিরিল গমেজ, মাতাঃ হাসি আন্না গমেজের পাঁচ ছেলে মেয়ের মধ্যে তিনি কনিষ্ঠ সন্তান। স্কুল জীবন থেকে দিলীপ গমেজ এর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আগ্রহ জন্মায়। নাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণী পাশ দিয়ে ভর্তি হন নাগরী মিশনারি স্কুল সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এস এস সি এবং ঢাকা তেজগাঁও কলেজ থেকে এইচ এস সি ও স্নাতক পাশ করে ঢাকা কলেজে ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স পড়েন। অনেকটা সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠা এই মানুষটি কলেজ জীবন পার করেন মঞ্চ থিয়েটার করেন। লেখালেখি ছিল তার অবসর সময়ের সঙ্গী স্বরূপ। এই যাবত তার কোন একক গ্রন্থ না বেরুলেও তিনি প্রায় পাঁচ হাজারেরও বেশী কবিতা, আটটি গল্প, তিনটি উপন্যাস ও বারটি নাটকের স্ক্রিপ্ট লিখেছেন। এখন তিনি বিভিন্ন চ্যানেলে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। তার যৌথ কাব্য গ্রন্থ সমূহ হল,- বাউল মেলা সাহিত্য সংকলন ২০২০, দুই বাংলার লতিফা সংকলন - কলস ২০২০, অন্যভুবন কাব্যজ্যোতি ২০২২। বাংলাদেশ খ্রিষ্টান লেখক ও প্রতিভা বিকাশ পরিষদ "বাড়িয়ে দাও তোমার হাত" – আবেগী জলছবি- ২০২২।

    View all posts

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore