বাংলা কবিতা : “সমাধি”, লিখেছেন ঢাকা থেকে, উম্মে সাদিয়া মারগুবা

artwork
তবে কি লেখক মৃত্যুর পর একটি শান্তিপূর্ণ জীবন প্রত্যাশা করেছেন? কোন শাস্তি এড়িয়ে যাবার তাড়নায় তিনি লিখেছেন সমাধি? বাংলা কবিতা : “সমাধি”, লিখেছেন ঢাকা থেকে, উম্মে সাদিয়া মারগুবা।

Share This Post

বাংলা কবিতা : “সমাধি”

নীল নদের পাড়ে একদিন হবে আমার সমাধি;

উত্তাল সমুদ্রে মিশে যাবে ক্লান্তি।

কখনো হবে সেখানে শ্রান্তিহীন সমীরণ! 

কখনো ছুয়ে যাবে নীল জলরাশির ঢেউ,

আমার মৃতদেহের চতুর্দিকে, নিস্তরঙ্গ পরিবেশে।

 

সেখানে রোজ উদয় হবে আমার সুশীতল সুধাংশু, 

মাঝরাতে আমায় যৎসামান্য চন্দ্রালোক দিবে বলে।

কখনো হবে গহীন  রাতে মন মাতানো ঝুম বৃষ্টি, 

কখনো বা হবে অজস্র ঢেউয়ে মেশা এক উত্তাল সমুদ্র সৃষ্টি।

 

অকস্মাৎ হবে কখনো নীল জলরাশির ধারে তারার মেলা;

গুপ্ত কোনো আসরে বসবে জোনাকির খেলা।

নিশীথ রাতে হবে উথাল-পাথাল ঢেউ,

আমার এই অবলুপ্ত শরীর নিস্তব্ধতায় হারাবে।

 

✍️ উম্মে সাদিয়া মারগুবা

Author

  • উম্মে সাদিয়া মারগুবা

    উম্মে সাদিয়া মারগুবা চৌধুরীর জন্ম ২০০৩ সালের ৪ মে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের অলী চৌধুরীর বাড়িতে। তার বাবা একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী। লেখিকা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন।

    View all posts

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore