বাংলা গল্প সমগ্র আয়োজিত “একদিন কবিতা ডিজিটাল” অনলাইন কবিতা উৎসবে রুপোর কলম জিতেছেন ঢাকার কবি লামিসা সানজানা। বাংলা সাহিত্যের শিরা-উপশিরার মধ্যে কবিতা একটু হলেও অবহেলিত। তাই এই অনলাইন কবিতা উৎসবের উদ্দেশ্য ছিল উদীয়মান কবিদের উৎসাহ প্রদান করা। ভারত ও বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী কবিরা তাদের কলমের মাধ্যমে তুলে ধরেছেন প্রেম, সমাজ, প্রতিবাদ, কল্পনা ও বাস্তব। জমা পড়েছিল প্রায় চার হাজার কবিতা।
কবি লামিসা সানজানা ‘একদিন কবিতা ডিজিটাল’ উৎসবে বিশেষ পুরস্কার হিসেবে জিতেছেন একটি ‘রুপোর কলম’।
এই পুরস্কারটি বাংলা ভাষার সৃজনশীল চর্চাকে স্বীকৃতি দেয়।
একজন কবি, কবিতা লেখে কেন? পুরস্কারটি হাতে পেয়ে কবি লামিসা সানজানা বলেছেন;
এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। যিনি লিখতে ভালোবাসেন তার জন্য সব থেকে বড় প্রাপ্তিই হলো কলম। একদিন কবিতা ডিজিটাল উৎসবে লামিসা লিখেছিলেন, কবিতা, “আমি কবি হতে পারিনি”। তবে বাংলা গল্প সমগ্রের সদস্য মণ্ডলী মনে করে, উনি যথার্থই কবি হতে পেরেছেন। একজন কবি, কবিতা লেখে কেন? এর উত্তরে লামিসা বলেছেন; “ভালোবাসে তাই। আর কবিতার ভালোবাসা, একটা মানুষকে কতো ভালোবাসা ফিরিয়ে দেয় তা আজকে অনুভব করছি। আমার কবিতার যাত্রাটা আরো সুন্দর করে দেয়ার জন্য বাংলা গল্প সমগ্রের পুরো টিমকে ধন্যবাদ। আপনারা এত সমস্যার সম্মুখীন হয়ে বর্ডার পার করে পুরষ্কারটি পাঠিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা। কখনো কলকাতায় যেতে পারলে নিশ্চই আপনাদের সকলকে ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানবো।”