আমাদের সম্পর্কে (About Us):
বাংলা ভাষার দুনিয়ায় আপনাকে স্বাগতম। পড়ুন উপভোগ করুন এবং শেয়ার করুন, বাংলা সাহিত্য সংক্রান্ত খবর। বাংলার শিল্প-সংস্কৃতি সংক্রান্ত খবর। আমরা বাংলা সাহিত্য। বই পর্যালোচনা এবং সাহিত্য পর্যালোচনা।
আমরা বিশ্বাস করি বাংলা ভাষার চর্চা বাংলার বাড়িতে বাড়িতেই হয়। বাংলা সাহিত্যে নক্ষত্রের অভাব নেই। বাংলার ঘরে ঘরে সাহিত্য চর্চা হয় বলেই বাংলা সাহিত্যে নক্ষত্রের অভাব নেই। আমাদের লক্ষ্য তাদের কথা তুলে ধরা। তথাকথিত ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম গুলো সাহিত্য সংক্রান্ত খবর ছাপলেও, তারা কেবল মাত্র নক্ষত্রদের কথা লেখে। ফলে বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত সাধারণ মানুষ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। বাংলা ভাষা চর্চায় নিবেদিত প্রাণ একটি বড় অংশের মানুষ তাদের প্রাপ্য স্বীকৃতি পায় না। আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই। আমরা তাদের জন্য লিখি, তাদের কথা লিখি, যারা মাটি থেকে বাংলা সাহিত্য চর্চা করে চলেছেন। আমাদের উদ্দেশ্য যুগোপযোগী এবং সময়োপযোগী বাংলা ভাষা চর্চায় অনুপ্রেরণা প্রদান করা এবং বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা শিল্প ও সংস্কৃতিতে আগ্রহী ব্যক্তিদের জন্য এবং বাংলা সাহিত্যে আগ্রহী মানুষদের জন্য যুগোপযোগী এবং সময়োপযোগী খবর লিখি।
বাংলা গল্প সমগ্রে নিত্যনতুন সাহিত্য সংক্রান্ত খবরাখবর ছাড়াও পড়তে পারবেন, বাংলা গল্প, কবিতা, উপন্যাস এবং আরো অনেক বাংলা লেখা। কিছু সত্য ঘটনা, কিছু কথা, কিছু স্বপ্ন, কিছুটা অভিজ্ঞতা। আর এসবের সাথে খানিকটা কল্পনা মিশিয়ে বাংলা কথাসাহিত্যের দুনিয়া। এখানে আছে বাংলা ভাষায় রচিত নানা ধরনের গল্প। রয়েছে অনুগল্প। ছোট গল্প। বড় গল্প। বাংলা দীর্ঘ গল্প। বাংলা থ্রিলার গল্প। বাংলা ক্রাইম থ্রিলার। বাংলা প্রেম কাহিনী। বাংলা ট্র্যাজেডির ও সাসপেন্সের গল্প। কবিতা। ছড়া। কিশোর সাহিত্য এবং ছোটদের গল্প।
আমাদের লক্ষ্য (Our Mission):
‘বাংলা গল্প সমগ্র’ কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। এটা সমসাময়িক উদীয়মান তরুণ বাংলা লেখক, লেখিকাদের জন্য আমাদের সম্পাদক শ্রী জুয়েল চন্দের একটা বিশেষ উদ্যোগ। বাংলা গল্প সমগ্রের উদ্দেশ্য যুগোপযোগী এবং সময়োপযোগী বাংলা ভাষা চর্চায় অনুপ্রেরণা প্রদান করা এবং বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি, লেখক বা লেখিকার ছোট-বড় হয়না। আমাদের বিশ্বাস ‘ভালো’ বা ‘খারাপ’ মূল্যায়ন অত্যন্ত আপেক্ষিক। আমাদের কাছে প্রত্যেকটি লেখক বা লেখিকার গুরুত্ব সমান।
আমরা কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, থেকে কার্য পরিচালনা করি। তবে আমাদের পাঠকরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এবং পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ উভয় স্থানেই অবস্থিত। আমরা বিশ্বাস করি সমস্ত বাংলাভাষী সাধারণ মানুষই আমাদের প্রধান পাঠক।
আমাদের দৃষ্টিভঙ্গি (Our Vision):
বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা গল্প, কবিতা, এবং বাংলা ভাষায় রচিত অন্যান্য ডিজিটাল কন্টেন্টের প্রসার এবং প্রচারের জন্য, আমরা নিয়মিত বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা, ই-বুক ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান সময়কে ‘ইনফরমেশন এজ’ বলা হয়ে থাকে। এবং অদূর ভবিষ্যতে আমরা মেটাভার্সের যুগে প্রবেশ করতে চলেছি (যারা ‘ইনফর্মেশন এজ’ কিংবা ‘মেটাভার্স’ শব্দগুলোর সঙ্গে পরিচিত নন, তারা সঙ্গে থাকুন, আমরা এ বিষয়ে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব)। আমাদের বৃহত্তর উদ্দেশ্য, মেটাভার্সের যুগেও বাংলাভাষাকে হারিয়ে যেতে না দেওয়া। আমরা একটি কেন্দ্রীভূত বিশ্বে বাস করি যেখানে ক্ষমতা কয়েক জনের হাতে কেন্দ্রীভূত থাকে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতও একই নিয়মে চলে। আমরা আরও বিকেন্দ্রীভূত বিশ্বে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ব্লকচেইন প্রযুক্তি, ওয়েব-থ্রি, এন.এফ.টি, ভবিষ্যতে শিল্প কলা এবং সাহিত্য ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। আমরা সেই লেখক সম্প্রদায়ের জন্য কাজ করি যারা ভবিষ্যতে মেটাভার্সের যুগে বাংলা সাহিত্য, শিল্প ও সংস্কৃতিকে নেতৃত্ব দেবে।