‘বাংলা গল্প সমগ্র’ দ্বারা আয়োজিত অনলাইন ‘একদিন কবিতা ডিজিটাল’ প্রতিযোগিতা

একদিন কবিতা ডিজিটাল' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ৯ই মে, ২০২২ (২৫শে বৈশাখ)। প্রতিযোগিতার নিয়মাবলী অনুযায়ী, আমরা কেবল মাত্র ৫০ জন ফাইনালিস্ট কবিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অনলাইন স্বরচিত কবিতাটি পাঠ করার জন্য।

Share This Post

‘একদিন কবিতা ডিজিটাল’ অনলাইন অনুষ্ঠিত হয়েছিল ৯ই মে, ২০২২ সকাল ১০ টা

বর্তমান সময়কে ‘ইনফরমেশন এজ’ বলা হয়ে থাকে। এবং অদূর ভবিষ্যতে আমরা মেটাভার্সের যুগে প্রবেশ করতে চলেছি (যারা ‘ইনফর্মেশন এজ’ কিংবা ‘মেটাভার্স’  শব্দগুলোর সঙ্গে পরিচিত নন, তারা সঙ্গে থাকুন, আমরা এ বিষয়ে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব)। আমাদের উদ্দেশ্য যুগোপযোগী এবং সময়োপযোগী বাংলা ভাষা চর্চায় অনুপ্রেরণা প্রদান করা এবং বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি, লেখক বা লেখিকার ছোট-বড় হয়না। বাংলা গল্পসমগ্র বিশ্বাস করে কবিতার ভালো খারাপ হয় না। আমাদের বিশ্বাস ‘ভালো’ বা ‘খারাপ’ মূল্যায়ন অত্যন্ত আপেক্ষিক। আমাদের কাছে প্রত্যেকটি লেখক বা লেখিকার গুরুত্ব সমান। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা গল্প, কবিতা, এবং বাংলা ভাষায় রচিত অন্যান্য ডিজিটাল কন্টেন্টের প্রসার এবং প্রচারের জন্য, বাংলা গল্পসমগ্র নিয়মিত বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা, ই-বুক ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করতে অঙ্গীকারবদ্ধ।

 

বাংলা গল্পসমগ্র বিশ্বাস করে সমস্ত লেখক-লেখিকারা একটা বৃহত্তর পরিবারের অংশ। একটা কমিউনিটি। একটা সম্প্রদায়। কবিতা পাঠের আসরে কবিরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়। তারা ভিন্ন শৈলী, ভিন্ন দৃষ্টিকোণ এবং ভিন্ন চিন্তা প্রক্রিয়ার সংস্পর্শে আসে। ফলে বৃহত্তর ভাবে সমগ্র সম্প্রদায় লাভবান হয়। বাংলা গল্পসমগ্র এভাবেই বাংলা ভাষার হাত ধরে এগিয়ে যেতে চায়।

 

আমাদের ছোট্ট প্রয়াস, ‘একদিন কবিতা ডিজিটাল’ প্রতিযোগিতায় আমরা আশাতীত সাড়া পেয়েছি। ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কবিতা জমা পড়েছে। প্রত্যেকটি কবিতা আমাদের বিচারকমণ্ডলী অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করেছেন। আমরা জানি কবিতা শব্দে প্রকাশিত একটা অনুভূতি মাত্র। অনেক সময় সেই অনুভূতি সঠিকভাবে পাঠক পর্যন্ত পৌঁছায় না। কখনো কখনো, কোন কবিতা পাঠকের কাছে অত্যন্ত দুর্বোধ্য মনে হয়। তবে, তাতে কবিতার মান এবং মর্যাদা কোনটাই কমেনা। আমাদের পূর্ব ঘোষিত পুরষ্কার গুলো, কেবলমাত্র বাংলা ভাষা চর্চায় উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে। এই প্রতিযোগিতায় কোন হার জিত ছিলনা। তবুও প্রতিযোগিতার নিয়মাবলী অনুযায়ী, আমরা কেবল মাত্র ৫০ জন ফাইনালিস্ট কবিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অনলাইন স্বরচিত কবিতাটি পাঠ করার জন্য।

 

‘একদিন কবিতা ডিজিটাল’ উৎসবের শুরুতেই কবিতা পাঠ করলেন বাংলাদেশের ঢাকা থেকে কবি লামিসা সানজানা। ওনার কবিতার নাম ‘আমি কবি হতে পারিনি’। তবে বাংলা গল্পসমগ্র একথা বিশ্বাস করে না যে, উনি কবি হতে পারেননি। বরং উনি প্রমাণ করে দিয়েছেন, যথার্থই কবি হতে পেরেছেন। বাংলা গল্প সমগ্রের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কবি লামিসা সানজানাকে।

 

বিশেষ পুরস্কার:

 

আমাদের বিচারক মন্ডলী দ্বারা নির্বাচিত এবং সন্মানিত বিজয়ী কবি লামিসা সানজানা ‘একদিন কবিতা ডিজিটাল’ প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার হিসেবে অর্জন করেছেন একটি ‘রুপোর কলম’।

এই প্রতিযোগিতার সেরা পাঁচটি লেখা এবং বিজয়ী লেখকদের নাম:-

১. সংঘমিত্রা রায়চৌধুরী, হুগলী, ভারতবর্ষ।  কবিতা- অনাদর।

২. লামিসা সানজানা, ঢাকা বাংলাদেশ। কবিতা – ‘আমি কবি হতে পারিনি’।

৩. তৃষা ঘোষ, হাওড়া, ভারতবর্ষ।  কবিতা- মায়ার শহর।

৪. নেসার আহমাদ সাহিল, ঢাকা বাংলাদেশ। কবিতা – স্বপ্নচারী।

৫. সুমনা দত্ত, জলপাইগুড়ি, ভারতবর্ষ। কবিতা – বৃষ্টি কথা। 

বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা ভাষার চর্চা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নিয়মিত আমাদের বিভিন্ন কর্মশালা এবং অনুষ্ঠানে যোগদান করুন। আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নই। তাই আমাদের কোনো কর্মশালা বা অনুষ্ঠানে কোন প্রবেশ মূল্য নেই। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আমরা খুব শীঘ্রই করব। খোঁজ রাখতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore