Anna Mani

ভারতের ওয়েদার উইমেন Anna Mani -র 104 তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাল গুগল ডুডল

আসুন জেনে নেওয়া যাক কে এই আন্না মণি:

আন্না মণি একজন উল্লেখযোগ্য ভারতীয় বিজ্ঞানী। উনি আবহাওয়া ও জলবায়ুবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আন্না মণি জন্মগ্রহণ করেন, 4 ফেব্রুয়ারি, 1913 সালে, ভারতের কেরালায়।


Anna Mani Doodle

তিনি মাদ্রাজ ইউনিভার্সিটির পদার্থবিদ্যাযর স্নাতক। পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে আবহাওয়াবিদ্যায় ডক্টরেট অর্জন করেন। মণির যুগান্তকারী গবেষণা ভারতের প্রথম আবহাওয়াবিদ্যার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। তার কাজের মাধ্যমেই দেশের প্রথম আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার সূচনা হয়। তিনি ইন্ডিয়ান এগ্রিকালচারাল মেটিওরোলজিক্যাল সার্ভিস প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার গবেষণা ভারতের কৃষি উৎপাদনের উপরেও গভীর প্রভাব ফেলেছিল। তিনি কৃষি ক্ষেত্রে আবহাওয়াবিদ্যার ব্যাবহারিক প্রয়োগ চালু করেন। 

তিনি নোবেল জয়ী স্যার সিভি রমনের অধীনেও গবেষণা করেছেন। তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে স্পেকট্রোস্কোপিতে উচ্চশিক্ষা লাভ করেন।

1942 থেকে 1945 সালের মধ্যে প্রকাশ করেছিলেন পাঁচটা গবেষণাপত্র। এত অল্প সময় পাঁচটা গবেষণাপত্র প্রকাশ করা মুখের কথা নয়। আন্না মণির কাজ তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিল।  তাই তার 104 তম জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে Google বলেছে, “Your life’s work inspired brighter days for this world”

আন্না মণি 1999 সালের 27 জুলাই, 86 বছর বয়সে পরলোক গমন করেন।

Author