Aladin,s lamp artwork

বাংলা কবিতা: “অন্তহীন ইচ্ছেগুলো” লিখেছেন কলকাতা থেকে ডঃ কমলিকা হাজরা

অন্তহীন ইচ্ছেগুলো

অমলকান্তি  হতে চেয়েছিল রোদ্দুর,

আর আমি চেয়েছিলাম বৃষ্টি হতে,

মন খারাপের ধূসর দিনে

থাকতাম জমাট বেঁধে মেঘ হয়ে,

আর যেদিন আনন্দ হত বাঁধ ভাঙা

সেদিন ঝরে পড়তাম অবিরাম;

বৃষ্টি হওয়া হয়নি আমার,

না মেঘ, না বারিধারা,

শুধুই ভেসে চলেছি নিরলস সংসার স্রোতে….

 

অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল,

আর আমি চেয়েছিলাম ঝড় হতে,

ঝিরঝিরে মন ভালোর দিনে

উড়িয়ে দিতাম শুকনো পাতার ডালি-

আর রাগে যেদিন নিকষ কালো মন,

সেদিন লাগামহীন লন্ডভন্ড চারিপাশ;

ঝড় হয়ে ওঠা হল কই আমার,

দমকা হাওয়ায় নিজেই গেলাম উড়ে,

জীর্ন পাতা নিরুদ্দেশের দেশে…

 

অমলকান্তি  চেয়েছিল হতে মিঠে রোদ-

তবু সে মিলতে পারলনা রোদের সাথে,

আমিও পারিনি বৃষ্টি হতে,

পারিনি হয়ে উঠতে ঝোড়ো হাওয়া,

চেয়ে ছিলাম কখনো মাটি হতে,

অথবা কোন নাম না জানা ফুল;

ইচ্ছেগুলো থেকেই গেল অন্তহীন-

অনন্তলোকে ঘুরতে থাকা অজস্র ইচ্ছের মাঝে-

একদিন  তা বিলীন হয়ে যাবে নক্ষত্রলোকে।।

✍️ কমলিকা

Author