হুগলি চন্দননগর থেকে কবি সংঘমিত্রা রায়চৌধুরী লিখেছেন বাংলা কবিতা “অর্জন”

Big Tree artwork
"অর্জন" কবিতাটি একটি তুলনা টানার প্রচেষ্টা। মানুষের জীবনে বৃহত্তর প্রাপ্তি অর্জনের উদ্দেশ্যে, মানুষ যদি নিজের জীবনটি বটবৃক্ষের মতো বিশালতা দিয়ে গড়ে তুলতে পারে, তবে তা হতে পারে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। লিখেছেন কবি সংঘমিত্রা রায়চৌধুরী।

Share This Post

“অর্জন”

বটবৃক্ষের মতো বিশালতা অর্জন করো,

স্নেহ, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, ত্যাগ, ক্ষমার মতো

বিশেষ বিশেষ গুনে তোমার হৃদয় পরিপূর্ণ হোক,

বটমূলের মতো তোমার গুনাবলী…

 মানবিকতার জমিতে প্রোথিত হয়ে সঞ্চারিত হোক।


বটবৃক্ষের মতো প্রাণিকুলের আশ্রয় হয়ে ওঠো,‌‌

বটবৃক্ষের মতো সহনশীল হও,

তোমার সহনশীলতা ও বিশালতা,

তোমার মানবিকতার পরিচয় বহন করুক,

আদিমতাই হোক তোমার অকৃত্রিমতা।


তোমার মানবিক গুণাবলী বিস্তারিত করো,‌‌

দিকে দিকে মেলে দাও, ছড়িয়ে দাও, ব্যাপ্ত করে দাও,

বটবৃক্ষের সুবিস্তৃত শাখাপ্রশাখার মতো।

বটবৃক্ষের সবুজ পাতাগুলির মতো তোমার চেতনা

বায়ুমণ্ডল থেকে শোষণ করুক যাবতীয়‌‌ দূষণ, 

এবং কার্বন-ডাই-অক্সাইড।


বটবৃক্ষের পাতার সূক্ষ্মাতিসূক্ষ্ম রন্ধ্রের মতো তোমার বোধ 

বায়ুমণ্ডলে সরবরাহ করুক বিশুদ্ধ অক্সিজেন,

দূষণমুক্ত হোক পরিবেশ।

প্রাণীকুল তোমার কাছে আজীবন কৃতজ্ঞ হোক,

আর তুমি নিজেও কৃতার্থ হও।


বাতাসের আন্দোলনে যেমন বটবৃক্ষের শাখাপ্রশাখা আন্দোলিত হয়,

অনুরণন হয় বাতাসের শীতল মোহময় ভাষার,

বটবৃক্ষ খুশি হয়, নাকি সুখি হয় নিজের কাজে,

তার হিসেব যেমন কেউ রাখে না,

তেমন তোমার ক্রিয়াকলাপে তোমার কিছু যায় আসে না,

কিন্তু তোমার কাজে তোমার পরিমণ্ডলের নিশ্চিত কিছু সুখ রচিত হয়, 

তাতেই করে নিও নিজের সুখসন্ধান।

 

তুমি ঋণী করো সমাজকে, নিজে ঋণী না থেকে,

তুমি বিশুদ্ধ করো সংসারকে, নিজে বিশুদ্ধ থেকে,

তুমি বৃহৎ মহৎ হও দানে-ধ্যানে, গরিমায় উদ্দীপ্ত করো,

ধৈর্যের দীপশিখায় দুঃখকে পুড়িয়ে দাও, বিনষ্ট করো কষ্টবোধ,

তোমার ধীর-স্থির প্রজ্ঞা অন্তরে অন্তরে

সবুজ বিপ্লবের অনুঘটক হয়ে উঠুক।


জাগ্রত হোক জ্ঞানের শিখা, নির্বাপিত হোক হিংসা-দ্বেষ,

তোমার সর্বংসহা প্রকৃতি হোক প্রকৃত বটবৃক্ষের মতো,

যেন কোনও ঝড়-ঝঞ্ঝা শত চেষ্টাতেও কখনও

তোমাকে সমূলে উৎপাটিত করতে না পারে।

জীবন তোমাকে অভিবাদন জানাক,

জানাক অশেষ অভিনন্দন… তুমি বটবৃক্ষের মতো সবল হও, 

তাই হোক তোমার সর্বশ্রেষ্ঠ অর্জন।


© সংঘমিত্রা রায়চৌধুরী

Author

  • সংঘমিত্রা রায়চৌধুরী

    জন্ম ১৯৬৭, কলকাতার শহরতলীতে। বর্তমানে চন্দননগরবাসী। পেশা শিক্ষকতা। লেখাটা ভালোবাসা, ছয়বৎসর বয়সে প্রথম লেখা। স্কুল-কলেজ থেকে শুরু করে বর্তমানে সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ব্লগিং এবং লিটলম্যাগ ও বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকায় এবং প্রকাশিত ও প্রকাশিতব্য বহুসংখ্যক গল্প ও কবিতা সঙ্কলনে লেখালেখি ও সম্পাদনা সহযোগিতায় সক্রিয় পরিচিত নাম। কয়েকটি জনপ্রিয় এফএম চ্যানেল এবং পডকাস্টের হাত ধরে লেখিকার কয়েকটি গল্প-উপন্যাস ও কবিতা "অডিও" হিসেবেও সম্প্রচারিত হয়ে চলেছে। ইতিমধ্যে প্রকাশিত একক গল্পগ্রন্থ:- "পঞ্চভূতে পঞ্চপ্রাণ", "ষড়রিপু", "সব নিষিদ্ধ নয়" এবং উপন্যাস "নীল চোখ নীল রক্ত"। প্রাপ্ত বেশকিছু পুরস্কারের মধ্যে অর্জিত উল্লেখ্যযোগ্য পুরস্কার:- সর্বভারতীয় বহুভাষিক একটি প্রকাশনা সংস্থা "স্টোরি মিরর" থেকে এডিটরস্ চয়েসে "অথর অফ দ্য ইয়ার, ২০২০" এবং "কলকাতা আন্তর্জাতিক মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল, ২০২১-এর অন্যতম সেরা সিনে-গল্পকার" এবং "প্রতিলিপি সেরা কলমকার অ্যাওয়ার্ড ২০২১-এর প্রথম পুরস্কার" এবং "অয়ন সৃজন সম্মান ২০২১-২২"।

    View all posts

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore