Sea Art Work

পুরীর সমুদ্রতটে জলরাশির অবিরাম ভাঙাগড়ার খেলা কবিতায় ফুটিয়ে তুললেন কবি অঞ্জনা চিন্যা : জলরাশি

জলরাশি

জলরাশি 

রাশি রাশি,

ঢেউয়ের তালে তালে,

নেচে যায়, বয়ে যায়, 

সাগর কিনারে।

সাদা ফেনিল জল,

নীল অতল,

কোথায় যে ভেসে যায়।

ঠিকানা কোথায় পায়?

অজানা কোন সে দূরে,

কোন সে বালুচরে!

খুব ইচ্ছে করে,

জানতে চাই।

কেমনে ফেনিল জল,

ঢেউয়ের তালে তালে,

নাচে  অবিশ্রাম?

কোথা পায় এত জোর?

ভাঙে গড়ে অবিরাম ।

কবিতা জলরাশি

Author