পুরীর সমুদ্রতটে জলরাশির অবিরাম ভাঙাগড়ার খেলা কবিতায় ফুটিয়ে তুললেন কবি অঞ্জনা চিন্যা : জলরাশি

Sea Art Work
এই ছোট্ট কবিতাটির প্রেক্ষাপট পুরীর সমুদ্রতট। প্রবল জলরাশির ঢেউ যখন অবিরাম কিনারে আছড়ে পড়ে। কবির মনে প্রশ্ন জাগে; অবিশ্রাম নেচে নেচে এই জলরাশি, অবিরাম ভাঙাগড়ার খেলা খেলে কোথায় যাচ্ছে? সেটাই কবি ফুটিয়ে তুলেছেন কবিতায়। পড়ুন কবি অঞ্জনা চিন্যা রচিত ছোট কবিতা জলরাশি।

Share This Post

জলরাশি

জলরাশি 

রাশি রাশি,

ঢেউয়ের তালে তালে,

নেচে যায়, বয়ে যায়, 

সাগর কিনারে।

সাদা ফেনিল জল,

নীল অতল,

কোথায় যে ভেসে যায়।

ঠিকানা কোথায় পায়?

অজানা কোন সে দূরে,

কোন সে বালুচরে!

খুব ইচ্ছে করে,

জানতে চাই।

কেমনে ফেনিল জল,

ঢেউয়ের তালে তালে,

নাচে  অবিশ্রাম?

কোথা পায় এত জোর?

ভাঙে গড়ে অবিরাম ।

কবিতা জলরাশি

Author

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore