লেখক জয়া মজুমদার পূর্ব বর্ধমান জেলার বিরাহিমপুর গ্রাম থেকে লিখেছেন ব্যর্থতা অতিক্রম করে আপ্রাণ বেঁচে থাকার চেষ্টার ইচ্ছা; জিজীবিষা, বাংলা কবিতা।

জিজীবিষা
'জিজীবিষা' শব্দটির অর্থ 'বেঁচে থাকার ইচ্ছা'। এই কবিতাটি লিখেছিলাম জীবন থেকে কিছু সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে। চেনা আত্মীয়তা গুলো অচনা হয়ে পড়ছিলো, ব্যর্থতা ঘিরে ধরেছিলো আমায়, আর সেই ব্যর্থতা অতিক্রম করার আপ্রাণ চেষ্টা থেকেই এই কবিতাটি লিখে ফেলা। - জয়া মজুমদার।

Share This Post

বাংলা কবিতা - জিজীবিষা।

অন্ধকার চুঁইয়ে চুঁইয়ে পড়ে

কাজলের সঙ্গে টপ টপ করে। 

নোনতা নোনতা স্বাদে 

সম্পর্কের টানাপোড়েন গুলো কেমন যেন হুড়োহুড়ি করতে থাকে

কোন সুতোটি আগে ছিঁড়বে বলে। 

দূরের ওই ন্যাড়া মাথা গাছ গুলো

সাজতে ও কৃপণ। 

মাটি ভর্তি করে রাখে শুকনো, খসে পড়া, ঝড়ে যাওয়া চেনা সম্পর্ক দিয়ে। 

খুব বেশি অপরিষ্কার। 

দূরত্ব বাড়বেই । 

যাতে কোন একটি শুকনো পাতা ছুঁয়ে না যায়, 

বৃষ্টি পড়ে।

কাদা মাখামাখি করে, দলবদল করে অন্ধ চিন্তারা। 

ছদ্মনামটিও চুরি যায়। 

আবহাওয়া  ছারখার করে, 

কাগজের শেষে সখ্যতা বয়ে আনার গতিশীলতাকে । 

নতমুখ আমি

স্পর্ধার সহায় হই, 

হিংস্র সময়ের বালি পাড় হয়ে। 

নতুন বাঁচার অঙ্কুর হাতে। 

দম ধরা বাক্যবন্ধ ত্যাগ করে। 

পোকা ধরা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে 

এক ঝাঁক আবেগ খোঁজে । 

প্রকৃতির নিঙড়ে দেওয়া তাপ উত্তাপ তবু ছুঁয়ে যায় পাতা। 

নিয়ত চুন, বালি খসে পড়া বাড়িটিকেই আশ্রয় করে। 

দুহাত বাড়িয়ে জ্বল জ্বলে চোখে আগলে রাখতে চায় সময়।

বেহায়ার মতো উঠে পড়ে বেঁচে উঠতে চায় জীবন।

Author

  • জয়া মজুমদার

    লেখক জয়া মজুমদারের জন্ম ১৯৯৬ সালে। নিবাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছাকাছি বিরাহিমপুর নামে একটি গ্রামে । প্রথাগত পড়াশোনা বাংলা বিষয়ে।

    View all posts

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore