বাংলায় লেখা একটি মজার ছড়া “নিত্য কর্ম” লিখেছেন উজ্জ্বল চ্যাটার্জী

Three Sturnidae Artwork
আপনি পড়ছেন বাংলা কবিতা: "নিত্য কর্ম"। দাম্পত্য কলহ প্রতিটি পরিবারের নিত্য নৈমিত্তিক ঘটনা। এবং বেশীরভাগ ক্ষেত্রেই দেখাযায় তৃতীয় পক্ষের মদতে সেই বিবাদ মিটতে চায় না। সালিখের ঝগড়ার সাথে সেই কলহের মিল নিয়ে একটি মজার ছড়া মাত্র।

Share This Post

কবিতা : নিত্য কর্ম

তিনটে শালিক ঝগড়া করে

রান্না ঘরের চালে

দুপুর বেলা কাজের মাঝেই

লড়ছে সমান তালে।

একটা শালিক চেঁচিয়ে বলে;

“তুমি হলে বদমাশ”

দ্বিতীয় শালিক ছাড়বে কেন?

চিল্লে মেটায় আশ।

আর একটা তো প্রতিবেশী

কর্মই তার যা;

দুই জনাকেই কু-মন্ত্র দেয়

খুঁচিয়ে করে ঘা।

Author

  • উজ্জ্বল চ্যাটার্জী

    জন্ম :– ১৯৭১ সালের ২৭শে মে, হাওড়া জেলার কসুন্দিয়ায়। বর্তমানে হাওড়া জেলার মৌরিগ্রাম-এ বসবাস করেন এবং নিজস্ব ব্যবসার সাথে সাহিত্য চর্চা করেন।

    View all posts

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore