কবিতা : নিত্য কর্ম
তিনটে শালিক ঝগড়া করে
রান্না ঘরের চালে
দুপুর বেলা কাজের মাঝেই
লড়ছে সমান তালে।
একটা শালিক চেঁচিয়ে বলে;
“তুমি হলে বদমাশ”
দ্বিতীয় শালিক ছাড়বে কেন?
চিল্লে মেটায় আশ।
আর একটা তো প্রতিবেশী
কর্মই তার যা;
দুই জনাকেই কু-মন্ত্র দেয়
খুঁচিয়ে করে ঘা।
Author
-
জন্ম :– ১৯৭১ সালের ২৭শে মে, হাওড়া জেলার কসুন্দিয়ায়। বর্তমানে হাওড়া জেলার মৌরিগ্রাম-এ বসবাস করেন এবং নিজস্ব ব্যবসার সাথে সাহিত্য চর্চা করেন।
View all posts