বাংলা কবিতা : “সমাধি”
নীল নদের পাড়ে একদিন হবে আমার সমাধি;
উত্তাল সমুদ্রে মিশে যাবে ক্লান্তি।
কখনো হবে সেখানে শ্রান্তিহীন সমীরণ!
কখনো ছুয়ে যাবে নীল জলরাশির ঢেউ,
আমার মৃতদেহের চতুর্দিকে, নিস্তরঙ্গ পরিবেশে।
সেখানে রোজ উদয় হবে আমার সুশীতল সুধাংশু,
মাঝরাতে আমায় যৎসামান্য চন্দ্রালোক দিবে বলে।
কখনো হবে গহীন রাতে মন মাতানো ঝুম বৃষ্টি,
কখনো বা হবে অজস্র ঢেউয়ে মেশা এক উত্তাল সমুদ্র সৃষ্টি।
অকস্মাৎ হবে কখনো নীল জলরাশির ধারে তারার মেলা;
গুপ্ত কোনো আসরে বসবে জোনাকির খেলা।
নিশীথ রাতে হবে উথাল-পাথাল ঢেউ,
আমার এই অবলুপ্ত শরীর নিস্তব্ধতায় হারাবে।
✍️ উম্মে সাদিয়া মারগুবা