অণুগল্প : বৃষ্টিরেখা
বৃষ্টি ভেজা শহরে হঠাৎ দেখা তোমার সাথে আমার। রংপুর শহরে আজ মনে হয় বৃষ্টিরা খুব তাড়াহুড়ো করছে। কখনো বেড়েই চলেছে, কখনো আবার কমে যাচ্ছে।
হঠাৎ তুমি আগুপিছু না ভেবেই ডেকে বসলে, “প্রিয়দর্শনী।”
পিছন ঘুরে না তাকাবার সাধ্য কই আমার? তাই সাহস করে দু একবার তাকালাম তোমার পানে। তুমি এসে পাশে দাঁড়াতেই বুকের মধ্যে খানে কেমন যেন করে উঠলো। সেই চেনা গায়ের গন্ধ। অথচ সেদিন তোমার হাতদুটো ধরে জমে থাকা শেষ অশ্রুটুকু বিসর্জন করার মত কোন শক্তি ছিল না আমার। তুমি তখন হঠাৎ আমার ভাবনা ছেদ করে বলে উঠলে,
“কি খবর প্রিয়দর্শনী? কেমন আছ? কোথায় থাকা হয়? তোমায় এই কালো শাড়িটায় বেশ মানিয়েছে।”
“বাব্বা! এত প্রশ্ন?”
“আমার যে অনেক প্রশ্ন তোমার কাছে, প্রিয়দর্শনী।”
“ভালো আছি কাব্য। শহরে আছি মায়ের সাথে। ওখানে একটা কলেজে পড়ি। তুমি চলে গেলে সব এলোমেলো করে। উৎরেছি জীবনের কঠিন পরীক্ষা। জীবন আমাকে শিখিয়েছে, এ জীবনে আমার বলতে কেবলই আমি। আমি জানি কাব্য, তুমি অনেক প্রশ্নের উত্তর খুজে চলেছ। তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজে।”
“প্রিয়দর্শনী! আর একটি বার!”
“না কাব্য। আর নয়। যে সম্পর্কে সম্মান, ভালোবাসা, বিশ্বাস, ভরসা নেই সেটা কোন সম্পর্ক নয়। তোমার কাছে ভালবাসা চেয়ে ছিলাম; ভিক্ষে নয়। সম্মান চেয়ে ছিলাম; করুনা নয়। যে ভালবাসায় ভালবাসা নেই আমি সেই ভালোবাসাকে অনেকদিন আগেই উপেক্ষা করে এসেছি। তুমি ভালো থেকো। আমিও ভালো আছি……………………”
Copyright @ Orpita Oyshorjo
Author
-
উদীয়মান কবি অর্পিতা ঐশ্বর্যের জন্ম : ২৩ নভেম্বর ২০০১ সালে রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামে। বর্তমানে তিনি রংপুর জেলার কামাল কাছনায় থাকেন। নিয়মিত ভাবে বিভিন্ন দেশ বিদেশের পএ - পএিকা ও বিভিন্ন অনলাইন পোর্টাল সাইটে তার লেখা ছাপা হয় এবং স্টোরিমিররে মাএ ২০ বছর বয়সে তিনি " সাহিত্যের অধিনায়ক " পদক পেয়েছেন । তার প্রথম কাব্যগ্রন্থ “কবিতার রংধনু”।
View all posts