অণুগল্পঃ What’s up?
Truth is stranger than fiction, but fictionalized truth is pathetic.
মনখারাপের সন্ধ্যা
“😭Feeling bad 😭ভিতর থেকে আজকে শূন্য লাগছে।”
‘🍃ঔ!ঔ!ঔ!ওঔ! ফড়িং। কি হলো আবার? ঔ পচা। বলো? কি হলো? এসো আমার কাছে। বুকে মাথা রাখো, সব ঠিক হয়ে যাবে🍃🍃।’
বিষণ্ণ রাত্রি
“আমি বিষণ্ণ হয়েছি। কিন্তু ভাঙ্গিনি। গড়ে উঠছি আবার করে। তাই বোধহয় একটু লাগছে কোথাও। একটু বাঁধছে কোথাও। কিন্তু গড়ে ওঠা থামেনি। হয়তো নিজেকে সামলাতে শিখছি বলে। চোখের জলগুলো কখন গায়ে মুছে ফেলেছি। কিছুটা খালি হাতে। হয়তো নিজেকে সামলাতে শিখছি বলে।”
‘🍃ভেঙ্গেই তো গড়তে হয় গো। 🍃আমার পচাবাসা যদি পিওর হয়। পারবেই তুমি ভাঙ্গতে। কেউ তোমায় আটকাতে পারবে না। যারা তোমায় কমজোর ভেবেছে বা ভাবে, তারা ভুল। তুমি প্রমান করে দেখাবেই জানি🍃। শুধু তোমার জন্য সব ভেঙ্গে ফেল💐। সব ভেঙ্গে তুমি আমার বুকে মাথা রেখে যেদিন কাঁদবে, আমি নিজেকে ভাগ্যবান মনে করবো🍃। আমার দুরন্ত ঘোড়া। থুড়ি ঘোড়ি। না না ঘোটকী। ঘোড়িটা খুব বাজে শোনায়।’
মাঝরাত
‘🍃🤦🏻♂️আমায় পচাবাসো?’
“ভীষণ বাসি”
‘🍃তাহলে এই সব নেগেটিভ ভাবনা চিন্তা বন্ধ কর।’
“হুম।”
‘🍃সব কষ্ট আমায় দাও। রাগ আমার উপর দেখাও। আমি প্রথম দিন থেকেই বলেছি তোমার কষ্ট আমায় দেবে। সুখ গুলোকে অন্যদের দিও। জলদি এসে ঘুমিও। কাল অফিস আছে তো। বাজে জিনিস খাবে না জানি🍃’
ভোরের আলো
‘🍃ব্যাগ এনো’
“হুম”
‘🍃12মি: বাকি😜’
“বেরচ্ছি”
‘🍃রাস্তায় সাবধানে হেঁটো🍃বাইকের উপর হলুদ ব্যাগটা রাখা আছে। নিজের ব্যাগে আগে ঢুকিয়ে নেবে। কেউ যেন দেখতে না পায়।’
“ওই। পচাবাসি।”
‘🍃জল ফড়িং। পচাবাসি। আজ ভেঙ্গে ফেল। মুছে ফেল সব অতীত। ভেঙ্গেই তো গড়তে হয় গো। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ুক যারা ভুল করে ভালবেসেছিল।’