অণুগল্প: “নৈঃশব্দ”
উথলে ওঠার মতো হাওয়া নেই, স্থির হয়ে আছে ব্রম্ভাণ্ড আর আমার আত্মা এতটুকু নড়ছে না আর আলোগুলোও ভাসছে না এই নিকষ অন্ধকারের গায়ে আর চলকে পড়ছে না অনুভূতি প্রদেশ আর বাঁশি বেজে ওঠার মতো নিরঙ্কুশ কানও বধিরতায় বিবশ আর উন্মোচিত নয় কথা ও নীরবতার মধ্যবর্তী ভার আর সবকিছুই ঘনবদ্ধ লটকে আছে ক্রুশে আর উথাল পাথাল উড়তে থাকার মতো কোনও হাওয়া নেই।
আর, তুমি, আশ্চর্যরকম, নিশ্চুপ।
মৌসুমী বিলকিস