অণুগল্প: “নৈঃশব্দ” লিখেছেন মৌসুমী বিলকিস

micro fiction artwork
ঠিক কতটা ছোট হতে পারে একটা অণুগল্প? আসলে এর কোন কোন বাঁধাধরা নিয়ম নেই। একটা অনুচ্ছেদ হতে পারে, কিংবা একটা বাক্যও হতে পারে। হ্যাঁ, একটা মাত্র বাক্য। বিশ্বের অন্যতম সেরা অণুগল্পটা মনে আছে? "For sale: baby shoes, never worn." পড়ুন এক অনুচ্ছেদের অণুগল্প “নৈঃশব্দ”, লিখেছেন মৌসুমী বিলকিস।

Share This Post

অণুগল্প: “নৈঃশব্দ”

উথলে ওঠার মতো হাওয়া নেই, স্থির হয়ে আছে ব্রম্ভাণ্ড আর আমার আত্মা এতটুকু নড়ছে না আর আলোগুলোও ভাসছে না এই নিকষ অন্ধকারের গায়ে আর চলকে পড়ছে না অনুভূতি প্রদেশ আর বাঁশি বেজে ওঠার মতো নিরঙ্কুশ কানও বধিরতায় বিবশ আর উন্মোচিত নয় কথা ও নীরবতার মধ্যবর্তী ভার আর সবকিছুই ঘনবদ্ধ লটকে আছে ক্রুশে আর উথাল পাথাল উড়তে থাকার মতো কোনও হাওয়া নেই।

আর, তুমি, আশ্চর্যরকম, নিশ্চুপ। 

✍️ মৌসুমী বিলকিস

 

Author

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore