অণু গল্প: NO SHORT CUT TO SUCCESS
জনবহুল রাস্তা। ব্যস্ত হাজার হাজার মানুষ..সবাই ছুটছে… কেউ দ্রুত হাঁটছে… কেউ থামছে…কেউ ঘামছে…কেউ কিনছে… কেউ শুনছে… কিন্তু একজন ছুটেই চলেছে……তার থামার আর নাম নেই। চায়ের ঠেকে বসে বিড়ি ফুঁকছিল দুর্নিবার। টি শার্ট -ট্রাউজার পরা ছুটন্ত লোকটা সবার লাইমলাইটে।
কিছু অলস মুখ, হাঁ করে তাকে দেখছে। কেউ কেউ গলা ছেড়ে হাঁকছে….
-কেউ ছাদ থেকে
-কেউ ব্যালকনি থেকে
-কেউ চায়ের ঠেক থেকে
-কেউ প্রেম করতে করতে
-কেউ তাস খেলতে খেলতে
ও ভাই… শুনুন… থামুন।
সে থামে না….. ছুটে বেরিয়ে যাচ্ছে।
সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে ডাকে, কিন্তু বিড়িতে শেষ টান দিয়ে দুর্নিবার তার পিছু নেয়।
ডিটার্মাইন্ড মুখে ছুটছে… যেন কোন একটা টার্গেটে ছুটছে। দুর্নিবারও ছুটছে পিছু পিছু। ছুটতে ছুটতে শেষে, দূর্নিবার ধরে নেয় তাকে….. সেও থেমে যায়।
প্রথমবার খুব কাছ থেকে দেখে লোকটাকে। লোকটি হাসি মুখে ফিরে তাকায়। দুর্নিবার অবাক হয়ে তাকায়…টি শার্টে সামনে লেখা একটা লাইন…
CATCH ME… IF YOU CAN.
লোকটি বলে…. আমার পিছু যখন নিয়েছ… তখন একটা গিফ্ট তোমার প্রাপ্য। নিজের ওয়েস্ট ব্যাগ থেকে একটা টি শার্ট দিয়ে আবার ছুট…… অবাক দূর্নিবার টি শার্টটা খোলে… অবাক হয়… লেখা আছে.
NO SHORT CUT TO SUCCESS
✍️অসীম মুরশেদ
Author
-
অসীম মুরশেদ, কলকাতা নিবাসী, জন্ম ১৪ ফেব্রুয়ারী। টলিউডে চিত্র সম্পাদক হিসেবে কাজ করলেও সেই ছেলেবেলা থেকে কবিতা গল্প লেখার অমোঘ আকর্ষণ। ইতিমধ্যেই বাংলাদেশের পেন্সিল প্রকাশনী থেকে একটি কাব্য সংকলন প্রকাশ পেয়েছে " নৈঃশব্দের অনুরণন "। আমার লেখা কাহিনি ও চিত্রনাট্যে তৈরী হয়েছে বাংলা সিনেমা "এ তুমি কেমন তুমি"
View all posts