আমাদের জন্য লিখুন

বাংলা গল্প সমগ্রে লিখুন বাংলা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস কিংবা বাংলা সিরিজ:

Author

আমাদের সম্পাদকীয় প্রক্রিয়া নিশ্চিত করে যে আমরা আমাদের পাঠকদের জন্য সবচেয়ে সঠিক, প্রাসঙ্গিক এবং সুপাঠ্য লেখা প্রকাশ করিআমরা প্রতিভাবান লেখকদের লেখা প্রকাশ করতে ইচ্ছুক। লেখা পাঠান সরাসরি ইমেইলের মাধ্যমে। ‘বাংলা গল্প সমগ্র’ আপনার সাফল্য কামনা করে

লেখা জমা দেবার নিয়মাবলী:

বাংলা গল্প সমগ্রে সরাসরি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অনুগল্প। ছোট গল্প। বড় গল্প। বাংলা দীর্ঘ গল্প। বাংলা থ্রিলার গল্প। বাংলা ক্রাইম থ্রিলার। বাংলা প্রেম কাহিনী।  বাংলা ট্র্যাজেডির ও সাসপেন্সের গল্প। কবিতা। ছড়া। কিশোর সাহিত্য এবং ছোটদের গল্প। এছাড়াও আমরা সামাজিক বিষয়ে প্রবন্ধ প্রকাশ করি।

editor@banglagolposamagra.com

 

১. কোন সময়সীমা বা  শব্দসংখ্যা নেই। আমরা বাংলা ভাষা, সাহিত্য সম্পর্কিত যেকোনো  প্রাসঙ্গিক এবং সুপাঠ্য লেখা প্রকাশ করি। লেখা পাঠান সরাসরি ইমেইল করে। দয়া করে PDF বা  JPEG বা অন্য কোন ফরম্যাটে লেখা পাঠাবেন না। লেখা  সরাসরি ইমেইলে পেস্ট করুন।

 

২. লেখা জমা পড়ার পর আমাদের সম্পাদক মন্ডলী লেখাটি মনোনীত করলেই লেখাটা আমাদের অনলাইন জার্নালেপ্রকাশ হবে। www.banglagolposamagra.com এই প্রক্রিয়ায় তিন থেকে সাত দিন লাগতে পারে।

 

৩. দয়া করে কেবলমাত্র অপ্রকাশিত লেখা পাঠাবেন। ইন্টারনেটে থাকা কোন লেখা পুনরায় প্রকাশ করলে গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো ব্লক করে দিতে পারে। সেটা লেখক এবং বাংলা গল্প সমগ্র দুই পক্ষেরই এড়িয়ে চলা ভাল।

 

৪. ‘বাংলা গল্প সমগ্র’ কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। এটা সমসাময়িক উদীয়মান তরুণ বাংলা লেখক, লেখিকাদের জন্য আমাদের একটা বিশেষ উদ্যোগ। বাংলা গল্প সমগ্রের উদ্দেশ্য যুগোপযোগী এবং সময়োপযোগী বাংলা ভাষা চর্চায় অনুপ্রেরণা প্রদান করা এবং বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা প্রকাশনার জন্য কোন রকম আর্থিক লেন দেন করি না। বাংলা গল্প সমগ্র কোন লেখক বন্ধুর থেকে অর্থ সংগ্রহ করে না। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা গল্প, কবিতা, এবং বাংলা ভাষায় রচিত অন্যান্য ডিজিটাল কন্টেন্টের প্রসার এবং প্রচারের জন্য, আমরা নিয়মিত বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা, ই-বুক ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবং বিনা মুল্যে

 

৫. যদি আপনি প্রথমবার এখানে লেখা পাঠাচ্ছেন, তাহলে, দয়া করে, দু চার লাইন, লেখক সম্পর্কে, লেখক পরিচিতি লিখে পাঠান। বাংলায়, লেখকের নাম, জন্ম সাল, এবং জেলা/শহর/গ্রামের নাম অবশ্যই দেবেন।

 

৬. কবিতার ক্ষেত্রে – কবিতাটির সম্পর্কে দু থেকে তিন লাইন লিখে পাঠাবেন। এখানে আপনি, কবিতার মানে, প্রেক্ষাপট, কবি কোন দৃষ্টিভঙ্গি থেকে লিখেছেন, ইত্যাদি তথ্য দিতে পারেন।

প্রাপ্তি স্বীকার:

লেখা পাঠাবার পর অন্তত তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করুন। আপনার লেখা প্রকাশ হয়েছে কিনা জানতে হলে বাংলা গল্প সমগ্র নিয়মিত ফলো করুন। বিপুল সংখ্যক লেখা জমা হবার জন্য আমাদের পক্ষে আলাদা করে লেখার প্রাপ্তি স্বীকার করা সম্ভব নয়। লেখা প্রকাশ হলে আমরা লেখককে সাধারণত ই-মেল এর মাধ্যমে জানিয়ে থাকি, কিন্তু আমরা এবিষয়ে প্রতিশ্রুতি বদ্ধ নই।